Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি কি?

  মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি কি?

উত্তর-এই সূত্র অনুযায়ী দুজোড়া, তিন জোড়া বা বহু জোড়া বিপরীত লক্ষণযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে লক্ষণগুলির প্রতিটি জোড়া গ্যামেট উৎপাদনকালে পরস্পরের থেকে পৃথক হয়ে যায় এবং পরবর্তী জনুতে তা স্বতন্ত্রভাবে বিন্যাস করে। এটিই মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র বা দ্বিতীয় সূত্র।

Post a Comment

0 Comments