Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসে এরকম বিষয়টি রিজনিং প্রশ্ন উত্তর |Reasoning / Mental Ability

পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসে এরকম বিষয়টি রিজনিং প্রশ্ন উত্তর 

 পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা (WBCS, WBPSC Clerkship, WBP, Railway, SSC, Primary TET ইত্যাদি) তে সাধারণত Reasoning / Mental Ability থেকে অনেক প্রশ্ন আসে। এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু Reasoning প্রশ্ন ও উত্তর দিলাম, যেগুলো প্র্যাকটিস করলে পরীক্ষায় কাজে আসবে।



✨ Reasoning প্রশ্ন-উত্তর (বাংলা)


🔹 সিরিজ (Series)


1. ২, ৪, ৮, ১৬, ?

👉 উত্তর: ৩২ (প্রতি ধাপে ×2 হচ্ছে)


2. A, C, E, G, ?

👉 উত্তর: I (প্রতি বারে ২ অক্ষর বাদ দিয়ে এগোচ্ছে)


🔹 কোডিং-ডিকোডিং (Coding-Decoding)


3. যদি CAT = DBU হয়, তবে DOG = ?

👉 উত্তর: EPH (প্রতি অক্ষরে +1 করা হয়েছে)


4. যদি PEN = 35 হয়, তবে INK = ?

👉 উত্তর: 36 (P=16,E=5,N=14 → যোগফল=35; I=9,N=14,K=13 → যোগফল=36)


🔹 অ্যানালজি (Analogy)


5. কলম : লেখা :: ছুরি : ?

👉 উত্তর: কাটা



6. কাগজ : বই :: ইট : ?

👉 উত্তর: বাড়ি


🔹 দিশা নির্ণয় (Direction Test)


7. একজন মানুষ উত্তর দিকে 10 কিমি গেল, তারপর ডানদিকে ঘুরে 10 কিমি গেল, আবার ডানদিকে ঘুরে 10 কিমি গেল। এখন সে শুরু বিন্দুর থেকে কত দূরে আছে?

👉 উত্তর: 10 কিমি


🔹 রক্ত সম্পর্ক (Blood Relation)


8. রাহুল বলল – "এই ছেলেটি আমার মায়ের একমাত্র ছেলের ছেলে"। ছেলেটি রাহুলের কে?

👉 উত্তর: ছেলে


🔹 বুদ্ধি পরীক্ষা (Puzzle Test)


9. পাঁচজন ছাত্র A, B, C, D, E বসে আছে। A, B-এর বাঁ পাশে বসে, C, D-এর ডান পাশে বসে, আর E একেবারে ডান প্রান্তে বসে। মাঝখানে কে বসে আছে?

👉 উত্তর: B


🔹 বস্তুর বিন্যাস (Odd One Out)


10. 2, 6, 12, 20, 30, 42, 54

👉 উত্তর: 54 (বাকি সব n×(n+1) ফর্মুলায় তৈরি, যেমন 2×3=6, 3×4=12 ইত্যাদি; কিন্তু 54 এই নিয়মে নয়)



📝 ১০০টি রিজনিং প্রশ্ন-উত্তর (বাংলা)


🔹 সিরিজ (Number/Alphabet Series)


1. 2, 4, 8, 16, ? → 32



2. 5, 10, 20, 40, ? → 80



3. 1, 4, 9, 16, ? → 25



4. A, C, E, G, ? → I



5. B, D, G, K, ? → P



6. 11, 13, 17, 19, ? → 23



7. 21, 18, 15, 12, ? → 9



8. Z, X, V, T, ? → R



9. 3, 6, 12, 24, ? → 48



10. 2, 5, 10, 17, 26, ? → 37



🔹 অ্যানালজি (Analogy)


11. কলম : লেখা :: ছুরি : ? → কাটা



12. কাগজ : বই :: ইট : ? → বাড়ি



13. চোখ : দেখা :: কান : ? → শোনা



14. মাছ : জল :: পাখি : ? → আকাশ



15. সূর্য : দিন :: চাঁদ : ? → রাত



16. শিক্ষক : বিদ্যালয় :: ডাক্তার : ? → হাসপাতাল



17. গাড়ি : সড়ক :: নৌকা : ? → নদী



18. চাবি : তালা :: পেনসিল : ? → শার্পনার



19. বই : জ্ঞান :: খাবার : ? → শক্তি



20. কাগজ : লেখক :: গান : ? → গায়ক



🔹 Odd One Out (অসঙ্গত বস্তু)


21. 2, 4, 6, 9, 10 → 9



22. লাল, নীল, সবুজ, গোলাপী, কলম → কলম



23. বিড়াল, কুকুর, ঘোড়া, হাতি, আম → আম



24. রবিবার, সোমবার, মঙ্গলবার, জানুয়ারি → জানুয়ারি



25. 3, 6, 12, 24, 36, 48 → 36



26. কলম, পেন্সিল, খাতা, বই, চেয়ার → চেয়ার



27. সোনা, রূপা, তামা, লোহা, দুধ → দুধ



28. দার্জিলিং, শিলিগুড়ি, কলকাতা, টোকিও → টোকিও



29. 1, 8, 27, 64, 125, 150 → 150



30. গঙ্গা, যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, নীলগিরি → নীলগিরি


🔹 কোডিং-ডিকোডিং


31. CAT = DBU হলে DOG = ? → EPH



32. PEN = 35 হলে INK = ? → 36



33. যদি RAM = 36 হয় তবে RAIN = ? (18+1+9+14) → 42



34. যদি MADRAS = NBESBT হয় তবে DELHI = ? → EFMIJ



35. যদি BOY = 43 হয় তবে GIRL = ? (7+9+18+12) → 46



36. যদি COMPUTER = DPNQVUFS হয় তবে SCHOOL = ? → TDI PPM



37. যদি EAST = ZHVG হয় তবে WEST = ? → DVHG



38. যদি SKY = TLZ হয় তবে MOON = ? → NPP O



39. যদি SUM = 54 হয় তবে WIN = ? (23+9+14) → 46



40. যদি TREE = 56 হয় তবে LEAF = ? (12+5+1+6) → 24


🔹 রক্ত সম্পর্ক (Blood Relation)


41. রাহুল বলল – “এই ছেলেটি আমার মায়ের একমাত্র ছেলের ছেলে”। → ছেলে



42. সুমিত বলল – “এই মেয়েটি আমার বাবার কন্যা”। → বোন



43. অরূপ বলল – “এই মানুষটি আমার বাবার ছেলে”। → ভাই বা নিজে



44. রিনা বলল – “এই মহিলা আমার স্বামীর মা”। → শাশুড়ি



45. রবি বলল – “এই মানুষটি আমার দাদুর ছেলে, কিন্তু আমার বাবা নয়”। → কাকা/চাচা



46. যদি A, B-এর বাবা হয়, এবং B, C-এর বোন হয়, তবে A-এর সম্পর্ক C-এর সাথে? → বাবা



47. যদি P, Q-এর ছেলে হয়, আর Q, R-এর স্ত্রী হয়, তবে R-এর সম্পর্ক P-এর সাথে? → বাবা



48. যদি X, Y-এর বোন হয় এবং Z, Y-এর মা হয়, তবে Z-এর সম্পর্ক X-এর সাথে? → মা



49. যদি M, N-এর ছেলে হয়, আর N, O-এর মেয়ে হয়, তবে M-এর সম্পর্ক O-এর সাথে? → নাতি



50. যদি A, B-এর জামাই হয় তবে B, A-এর কে? → শ্বশুর/শাশুড়ি



🔹 দিশা নির্ণয় (Direction Test)


51. একজন মানুষ উত্তর দিকে 10 কিমি গেল, তারপর ডানদিকে ঘুরে 10 কিমি গেল, আবার ডানদিকে ঘুরে 10 কিমি গেল। এখন শুরু বিন্দুর থেকে দূরত্ব? → 10 কিমি



52. একজন মেয়ে দক্ষিণে 5 কিমি গেল, তারপর বামে ঘুরে 5 কিমি, আবার বামে ঘুরে 5 কিমি। শুরু বিন্দুর থেকে সে কোথায়? → পশ্চিমে 5 কিমি



53. A উত্তর দিকে 20 কিমি গেল, তারপর পশ্চিমে 10 কিমি গেল। সে কোথায় দাঁড়িয়েছে? → উত্তর-পশ্চিম



54. এক ব্যক্তি পূর্বে 15 কিমি, তারপর উত্তরে 8 কিমি, আবার পশ্চিমে 15 কিমি। এখন সে শুরু বিন্দুর থেকে কত দূরে? → 8 কিমি



55. B দক্ষিণে 12 কিমি, পূর্বে 5 কিমি, উত্তরে 12 কিমি। এখন শুরু বিন্দুর থেকে দূরত্ব? → 5 কিমি পূর্বে



56. একজন ছেলে পূর্বে 7 কিমি, ডানদিকে 3 কিমি, আবার ডানদিকে 7 কিমি। শুরু বিন্দুর থেকে দূরত্ব? → 3 কিমি দক্ষিণে



57. উত্তর=0°, পূর্ব=90°, দক্ষিণ=180°, পশ্চিম=270°। একজন মানুষ 90° কোণে ঘুরলো। সে কোন দিকে? → পূর্ব



58. একজন মানুষ দক্ষিণে 10 কিমি, তারপর পশ্চিমে 10 কিমি, তারপর উত্তরে 10 কিমি। শুরু বিন্দুর থেকে দূরত্ব? → 10 কিমি পশ্চিমে



59. একজন মেয়ে পশ্চিমে 15 কিমি, উত্তর 10 কিমি। শুরু বিন্দুর থেকে দূরত্ব? → √(15²+10²)=18.03 কিমি



60. একজন ছেলে দক্ষিণে 6 কিমি, পূর্বে 8 কিমি। দূরত্ব? → 10 কিমি


🔹 গাণিতিক রিজনিং


61. দুটি সংখ্যার যোগফল 50, আর পার্থক্য 10। সংখ্যা দুটি কী? → 30 ও 20



62. X + Y = 25, X – Y = 5, তবে X=? → 15



63. যদি A × B = 45, A ÷ B = 5, তবে A=? → 15



64. 4 জন মানুষ 4 দিনে 4 টি কাজ করে, তবে 8 জন মানুষ 8 দিনে কত কাজ করবে? → 16



65. এক জিনিসের দাম 20% বেড়েছে, 100 টাকা হলে নতুন দাম? → 120 টাকা



66. ঘড়িতে 3:15 এ ঘণ্টা ও মিনিট কাঁটার কোণ? → 7.5°



67. 12 জন মানুষ 30 দিনে কাজ শেষ করে। 6 জন মানুষ কত দিনে করবে? → 60 দিন



68. একটি সংখ্যা দ্বিগুণ করলে 20 বেশি হয়। সংখ্যা কত? → 20



69. এক লোক 5 কিমি/ঘণ্টা গতিতে হাঁটে। 15 কিমি যেতে সময়? → 3 ঘণ্টা



70. এক জিনিসের দাম 25% কমে গেলে 1200 টাকায় কেনা যায়। আসল দাম? → 1600 টাকা


🔹 Puzzle Test


71. পাঁচজন A, B, C, D, E বসে আছে। E একেবারে ডানদিকে, A, B-এর বাঁ পাশে। মাঝখানে কে? → B



72. চার ভাই – রাহুল, সুমন, অরূপ, দেব। রাহুল বড়, সুমন ছোট নয়, দেব সবচেয়ে ছোট। মাঝের ভাই কে? → অরূপ



73. তিন বন্ধু – অরূপ, বিকাশ, সুমন। অরূপ ডাক্তার, সুমন শিক্ষক নয়। বিকাশ শিক্ষক। তবে সুমন কী? → ইঞ্জিনিয়ার



74. তিনজন আলাদা রঙের জামা পরে। লাল জামা পরা মাঝখানে নেই। সবুজ জামা পরা বাঁ দিকে। মাঝখানে কে? → নীল জামা



75. চারজন – A, B, C, D আলাদা আলাদা শহর থেকে। A কলকাতা থেকে নয়। C মুম্বাই থেকে। D দিল্লি থেকে নয়। B কলকাতা থেকে। তবে A কোথা থেকে? → দিল্লি



76. তিনজন বন্ধু আলাদা পেশার। A ডাক্তার নয়। B শিক্ষক নয়। C ইঞ্জিনিয়ার নয়। A ইঞ্জিনিয়ার। তবে শিক্ষক কে? → C



77. চারটি চেয়ারে চারজন বসেছে। A, B-এর ডানদিকে। C, D-এর বাঁদিকে। মাঝখানে কে? → C



78. তিনজন – A, B, C আলাদা ফল পছন্দ করে। A আম পছন্দ করে না। C কলা পছন্দ করে। তবে B কী পছন্দ করে? → আম



79. চার বন্ধু আলাদা বিষয় পড়ে। A বিজ্ঞান পড়ে না। B ইতিহাস পড়ে। C ভূগোল পড়ে না। D বিজ্ঞান পড়ে। তবে C কী পড়ে? → অর্থনীতি



80. পাঁচজন – A, B, C, D, E উচ্চতায় আলাদা। A সবচেয়ে লম্বা নয়। E সবচেয়ে ছোট। D, C-এর থেকে লম্বা। তবে সবচেয়ে লম্বা কে? → B



🔹 মিশ্র প্রশ্ন


81. যদি 15 = 225, 10 = 100, তবে 12 = ? → 144



82. যদি 3+5=28, 2+6=40, তবে 4+5=? → 45



83. এক কাক তার ডানদিকে 90° ঘুরলো, আবার বাঁদিকে 180°। এখন কোন দিকে? → পশ্চিম



84. যদি এক ঘড়ি 24 ঘণ্টায় 48 মিনিট পিছিয়ে যায়, তবে 5 দিনে কত মিনিট পিছোবে? → 240 মিনিট



85. 30 জন ছাত্রের গড় বয়স 12। শিক্ষক যুক্ত হলে গড় হয় 13। শিক্ষকের বয়স কত? → 43



86. যদি 7x = 84 তবে x=? → 12



87. যদি 25% of X = 50 হয় তবে X=? → 200



88. এক জিনিস 20% লাভে 240 টাকায় বিক্রি হয়। আসল দাম? → 200 টাকা



89. যদি 40 জন 6 দিনে কাজ করে, তবে 20 জন কত দিনে করবে? → 12 দিন



90. এক দৌড়বিদ 60 কিমি 5 ঘণ্টায় দৌড়ায়। গতি কত? → 12 কিমি/ঘণ্টা


🔹 আরও লজিক্যাল প্রশ্ন


91. যদি সব বিড়াল প্রাণী হয় এবং কিছু প্রাণী কুকুর হয়, তবে সব কুকুর কি বিড়াল? → না


92. যদি সব শিক্ষক মানুষ হয়, কিছু মানুষ ছাত্র হয়, তবে সব শিক্ষক কি ছাত্র? → না


93. দুই ভাইয়ের বয়সের অনুপাত 3:2। যোগফল 30। বড় ভাইয়ের বয়স? → 18


94. 100 জন ছাত্রের মধ্যে 60 জন ক্রিকেট খেলে, 30 জন ফুটবল খেলে, 10 জন দুটোই 

খেলে। কেবল ক্রিকেট খেলা ছাত্র কত? → 50


95. যদি A>B, B>C, তবে A?C → A>C

96. যদি সব গোলাপ ফুল হয়, সব ফুল গাছ হয়, তবে সব গোলাপ গাছ কি? → হ্যাঁ


97. যদি সব বই কাগজ হয়, কিছু কাগজ কলম হয়, তবে কিছু বই কলম কি? → না



98. 2x+3=11, x=? → 4



99. 5/9 of X = 25, তবে X=? → 45



100. যদি আজ রবিবার হয় তবে 30 দিন পরে কোন দিন হবে? → মঙ্গলবার




Post a Comment

0 Comments